শব্দের বিষে ঝলসে গেছে মুখ,
বুকের ভিতরে লাল সাইরেন বাজিয়ে
চিরুনি তল্লাশিও চলেছে কখনও
কারা যেন দেখেছিল
হিস হিস শব্দে আমার পুরাতন ঠোঁটে
খেলা করে শব্দ-গোখরোর দল
সেই থেকে আমার সাপুড়ের জীবন
শব্দহীন,আমার চাপা পড়া মুখ ঝুড়ির ভিতর
যে নাকি কোনোদিন,বুকের ভিতরে ভেলকি লাগাতে জানত
এরপর কথার প্রয়োজন ফুরিয়েছে
শতাব্দী ধরে বিলম্বিত লয়ে,পাথর হয়েছে শব্দ
পৃথিবীর সব কথা শেষ হয়ে যাওয়ার আগেই,
আর একবার কথা বলতে চাই
এজন্মে না হলে পরজন্মে
সে জন্মে মুখ নয়,শব্দকে ভালোবেসো
শব্দই ব্রহ্ম, মুখ তো পুরাতন হয়ে যায়
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন