আমার আঙিনায় এ বিশ্বচরাচর,
পরাভূত যত সৃষ্টি।
আমার আঙিনায় আকাশ কুসুম,
বিরাজে যত কৃষ্টি।
আমরা আঙিনায় নীল সাদা স্বপ্ন
কাশের শুক্লা সভা।
আমার আঙিনায় সোনালী সকাল,
বৈরাগী গোধূলি প্রভা।
আমার আঙিনায় প্রেমের সাগর,
সৈকত বালুচর ঝাউ।
আমার আঙিনায় জীবন উজান-স্রোত,
ভাটিয়ালি সুরে নাও।
আমার আঙিনায় বিবাগী বাউল
রাঙামাটি মেঠো পথ।
আমার আঙিনায় সবুজ কাঁচা প্রাণ
এগিয়ে চলা শপথ।
আমার আঙিনায় মানব মানসী
মানবিক সুর সমীরণ।
আমার আঙিনায় সাঁঝের কাকলী,
সবুজ প্রাণের মিলন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন