বিলাপ
তাপস বিশ্বাস
কোন সে গোপন গুহায় সেঁধিয়ে আছি
ভয়ে ভয়ে দুয়ার খুলি , আঁট করে দি
নিজেরে লুকায়ে রাখি সদরের পারে
কোন ছিদ্রপথে সাপ হয়ে দংশায়
সারারাত জেগে জেগে ঢোলে পড়ে চোখ
সনকার মনে ভাসে মনসার রোখ
হেতালের লাঠি ছুঁতেও পারেনা ফনা
পথে পথে ছেলে কোলে মায়ের বিলাপ
এঘাট সেঘাট ঘোরে কালের রাখাল
ছোবোল সরেনা তাই চোখে চোখ কাল
নিদয়া কালসর্প সমুদয় প্যাঁচায়
লুকায়ে চুরায়ে পূজা দেয় সনকায়
কলার মান্দাসে লখিন্দর ভেসে যায়
চাঁদবেনে দাঁড়টানে সপ্তডিঙা বায়
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন