উপহার
সত্যেন্দ্রনাথ পাইন
ঘন্টাখানেক বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। কোনো ছাতা নেই
একটা অচেনা ছাদের নিচে জল গড়িয়ে গড়িয়ে
দূরে ছেলেটা করছে পুঙ্খানুপুঙ্খ হিসাব, রেখেই
ছাতা চাইতেই নেমে এল অসংখ্য বিদ্রুপ নিয়ে।
তুমি যে বাবা, -- মা বলেছে। কিন্তু অতীত
কী দিয়েছো আমায় শাসন ছাড়া---
হাড়িকাঠ, স্থূল নির্বিষ সংসার গীত
এই ভরা যৌবনে মাখবার তেল, পশুর চামড়া...
এবার তাইতো আমার পালা। এখন চাইলে আমি
হাজার কিছু দিতে পারি-- না চুরি করে
মুড়ি, মুড়কি, মাছ- মাংস দামী দামী
এখন ভাবলে কী হবে! সব ছেড়ে পাড়া দোরে
শীতে গ্রীষ্মে বর্ষায়, দালানে রোয়া কে
থাকতেই হবে, আমি থাকবো এসিতে নিয়ে স্ত্রীকে।।
সত্যেন্দ্রনাথ পাইন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন