কাজল মিত্র # সালানপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাইপাস রোডের পাশে অবস্থিত মেলেকোলা গ্রামের সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথারেখে সালানপুর গ্রাম পঞ্চায়েতের (সি.এফ.সি.জি) ফান্ড থেকে মিলাকলা মোড়ে ২লক্ষ ৪১হাজার ৩১৭ টাকা ব্যয় করে একটি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হয়।
এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন দিদিকে বলো অনুষ্ঠানে এসে মেলেকোলা গ্রামের মানুষের চাহিদা ছিল, একটি বাস স্ট্যান্ডের ও পানীয় জলের। যদিও পানীয় জলের ব্যাবস্থা আগেই করা হয়েছে। তবে
বাস ধরার জন্য বৃষ্টি, রোদের মধ্যে তাদের দাঁড়িয়ে থাকতে হত রাস্তার উপর। সেইজন্য সালানপুর পঞ্চায়েতের ফান্ড থেকে তাদের অসুবিধার কথা মাথায় রেখে এই বাসস্ট্যান্ডের নির্মাণ করা হল ও খুদিকা গ্রামে পানীয় জলের সরবরাহের জন্যে পাইপ লাইনের কাজ চালুকরা হল আজ থেকে।
বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা বাপি লায়েক, ফুচু বাউরি, বাপ্পা মণ্ডল, সুবীর নন্দী, মানিক দত্ত, শান্তিময় মণ্ডল সহ অনেকে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন