কিছু এনো আমার জন্য
সুচরিতা
একমুঠো লাল মাটি কোপাই-এর ছলাৎছলাৎ
পাকা ধানের উপর দিয়ে
যে বাতাস বয়ে যায়,
সেই বাতাসের শব্দ!
হেমন্তের কিছু মেঘ
তোমার উঠোন ভাসানো জ্যোৎস্না
কিছু এনো আমার জন্য
চলো একপা একপা করে
আর একটু পিছনে হেঁটে যাই!
চলো খুঁজি সেই আলতো শীতে
গায়ে জড়ানো তোমার কাঁথাটা।
খেলার মাঠে ঘেমে ওঠা সেই জামা
ভাঙ্গা পেনের মুকটি
বা শেষ হয়ে যাওয়া পেন্সিল
তোমার ফেলে আসা শৈশব কৈশোরের গন্ধ
একটা কিছু এনো আমার জন্য
নাহয় চলোনা আমিই সেসব আঁচলে বেঁধে নিয়ে আসি...
যাবে আমার সঙ্গে??
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন