কাজল মিত্র # করোনা আবহে লকডাউনের কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে অনেকেই। তেমনি সমস্যার মুখে রয়েছে স্কুলের সাথে যুক্ত হাজার হাজার মানুষ। বেকারত্ব বেড়েছে বেড়েছে রোজগারের জ্বালা। আর এই জ্বালাতে বাদ পড়েনি সানানপুর ব্লক এর স্কুলের ছাত্র ছাত্রীদের গাড়িতে করে নিয়ে যাওয়া সকল গাড়িচালক। আর নিজেদের এই সমস্যার কথা মাথায় রেখেই সালানপুর ব্লকের পুলকার অ্যাসোসিয়েশন গাড়ি চালকরা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের কাছে নিজেদের সমস্যার আর্জি নিয়ে বৈঠক করেন। এদিন এই বৈঠকে বিধায়ক এর সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং ও সহসভাপতি বিদ্যুৎ মিশ্র। এদিন সকলের উপস্থিতিতে এই বৈঠকের মাধ্যমে বিধায়কের কাছে করোনা মহামারীতে পুলকার অ্যাসোসিয়েশন গাড়ি চালকরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সংবাদমাধ্যমের দ্বারা সকল এলাকাবাসীকে আর্জি জানিয়েছেন, এই গাড়ি চালকরা আপনাদের বাচ্চাদের এতদিন দায়িত্ব নিয়ে যাওয়া-আসা করেছে, তাই এখন তাঁদের পাশে থাকা উচিত। তাই আমার অনুরোধ, করোনা মহামারী সময়ে সকলেই খুবই অসুবিধার মধ্যে রয়েছেন। তাই যার যেমন স্বার্থ তাঁর গাড়ি চালকদের পাশে দাঁড়ান। তাছাড়া বিধায়ক নিজে সকল চালককে পাশে থাকার আশ্বাস দেন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন