![]() |
গতকালের ছবি |
হুলদিবসের দ্বিতীয়দিনে আজ সালানপুর ব্লকের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানসূচি
সাগর কুন্ডু # পশ্চিম বর্ধমান # ১ জুলাই, বুধবার @ সালানপুর ব্লকের জিত্পুর উত্তর রামপুর গ্রাম-পঞ্চায়েত অফিসের কাছে ঘিয়াডোবা ফুটবল মাঠে আয়োজিত আদিবাসী হুলদিবস প্রাঙ্গনে আজ দ্বিতীয়দিনেও রয়েছে নানান অনুষ্ঠান। রয়েছে আদিবাসীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত। এরপর মূলমঞ্চে আদিবাসী নৃত্য, ২.৩০ মিনিটে শুরু হবে। বিকেল ৩টার সময় শুরু হবে বিজয়ী ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ও সম্মান জ্ঞাপন। বিকেল ৪টায় একক রেকডিং গানে নাচের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের হুলদিবসের এই বিশেষ অনুষ্ঠান।
গতকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন বারাবনির বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়। সিধু-কানুর মূর্তিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্জলন করে সূচনা হয়েছিল অনুষ্ঠানের। আয়োজন মঞ্চ ও প্রাঙ্গন দৃষ্টিনন্দনের সঙ্গে সুপার স্যানিটাইজড ব্যবস্থা ও পরিচ্ছন্নতা মানুষের মন কেড়েছে। রয়েছে বিনামূল্যে মাস্ক বিতরণের ব্যবস্থাও। রয়েছে সরকারি প্রকল্প বিষয়ক বিভিন্ন কাউন্টার। প্রাঙ্গনের বাইরের দিকে রয়েছে ছোট-খাটো বেশ কিছু মেলার দোকান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন