![]() |
বিষ্ণু পদ মাহান্তী |
মেয়েটি
বিষ্ণু পদ মাহান্তী
আকাশে পুঞ্জিত মেঘ বেলা দ্বিপ্রহর
কৃষক লাঙ্গল কাঁধে চষে যায় মাঠ
বজ্র নাদে বৃষ্টি নামে ভেঙে যায় হাট
তখনো গ্রামের মেয়ে দেখেনি শহর।
যে মাঠে লাঙ্গল চষে তার কিছু পর
দাঁড় টেনে মাঝি ঘোরে এ ঘাট ও ঘাট
মেয়েটি তখনো চায় বিস্তৃত সে মাঠ
ওপারেতে আছে সেই কাঙ্খিত নগর।
মেঘের রঙে রাঙিয়ে উঠলো ষোড়শী
বুকের আঁচল টেনে মুছলো আনন
ভেজা বুকে উপেক্ষিত বরষা রূপসী
সম্বরিতে নারে মেয়ে উচ্ছল যৌবন।
লাঙ্গল তুলে চাষার কন্ঠে আসে গীত
মেয়েটি লুকায় চোখে উঠতি পিরীত।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন