![]() |
পিয়ারা : আশরাফুল মন্ডল |
খুব সম্ভবত তোমাকে "পিয়ারা" বলে ডাকতাম।
সেই তোমার বালিকাবেলা-
আজ আমি ছাড়া কেউ কি জানে
বালিকাবেলায় " পিয়ারা পিয়ারা" বলে ডাকা!
পিয়ারা শব্দটির আগে পিছে কিছুই নেই
শুধুই "পিয়ারা"।
সেই বালিকার একটু একটু করে কিশোরী হয়ে ওঠা-
যেন পাড়াগাঁর বাড়িটির জানালার পাশে
থোকা থোকা কচি কচি নিঃশ্বাসে চেয়ে থাকা।
ঠিক তারপরেই কিছু লাজুক ছুটে যাওয়া,
আর কচুরিপানার গন্ধ, বাতাসের লুটোপুটি।
এখন তোমাকে এ সব কিছুর থেকেও
রূপকথার দেশ মনে হয়।
কেন যে তবু বারবার মনে পড়ে, তোমাকে- কোনোও একদিন " পিয়ারা পিয়ারা" বলে.....
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন