![]() |
স্মৃতিজিৎ |
অভিশাপ
এক একটা দীর্ঘ রাতকে অতিক্রম করতে
অযুত অভিশাপের খোলস পোড়াতে হয়
কেননা আলগা ক্ষমার ভেতর জন্ম নেয়
অগনন মুখপোড়া অভিশাপ
অথচ আমিও জলের স্বচ্ছতার কাছে
বকের চোখের মত ধ্যান চেয়েছি
মাছরাঙার ঠোঁটের কাছে চেয়েছি অব্যর্থ শর
একলব্যের মত গুরুদক্ষিণা আমিও দেবো
তার আগে তোমাকে ছিনিয়ে আনতে দাও
ক্ষুধার্ত বাঘের থাবা থেকে
বৃদ্ধাঙ্গুষ্ঠ নয়, পায়রার গ্রীবাপালক তোমাকে দেবো
আঙুল রাখবো কানাইয়ের বাঁশিতে
বর্তুল ফুঁয়ে উড়ে যাবে সমূহ অভিশাপ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন