কুলটিতে তৃণমূল তারকাদের ভিড়, রক্তদান কর্মসূচিতে
সত্যান্বেষী সংবাদ # সাগর কুন্ডু # ৩০ জুন, মঙ্গলবার @ কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুলটি কলেজমোড় মনোরমা ম্যারেজ হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ৩৫ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। লকডাউনের ফলে জেলাহাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে। তাই তৃণমূল যুব কংগ্রেসের এমন উদ্যোগ। আর এই উদ্যোগে সম্মিলিত হয়েছেন জেলা স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক দীপতাংশু চৌধুরী, কুলটি বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার, প্রেমনাথ সাউ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রে সভাপতি, মহেশ্বর মুখার্জী, কাউন্সিলর দুলাল চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর, সেলিম আক্তার, কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি সুদীপ চৌধুরী বুম্বা, কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সোমা দাস ও ছাত্রযুব নেতা যতীন গুপ্তা প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন