![]() |
রায় সুহৃদ |
কমরেড হলাম
রায় সুহৃদ
আমি একদিন কমরেড হলাম।
রাজগথ কাঁপিয়ে মিছিলে মিছিলে নোংরা মিথ্যাচার করলাম!
ধর্মহীন বিশ্রী ফতোয়া ছুঁড়ে আমজনতার মাথা বাগিয়ে নিলাম।
মাথায় ঠাসা রুক্ষ চুলের কানায় কানায় ডগাতে ডগাতে
লেলিনের তেলবাজি করে নেতা বনে গেলাম।
আমি রাতারাতি নেতা হলাম;
কেউ গালমন্দ করলো, অনেকেই বাহবা দিলো,
অনেকেই কোলাকুলি খেলায় থুথু ছিটিয়ে
সাদা ধবধবে বিলেতি লম্বা জামা জঘন্য ময়লা করলো!
মনেমনে রাবিস স্টুপিড স্কাউন্ড্রেল বললেউ জনসভায়
প্রেমিকার মতো জড়িয়ে ধরে চুমু খেলাম!
আলখেল্লা মৌলবাদী টুপি দিয়ে বললাম-আমি কমরেড বনে গেলাম!
আমি জঘন্য কমরেড হলাম!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন