![]() |
নির্মাল্য ঘোষ |
মহামিলন
নির্মাল্য ঘোষ
বৃষ্টির ছাঁটে আমি তোমাকেই পাই
ঝাপসা চোখের জল মুছি না তাই
এক বুক ভেজা চোখ জল হয়ে যায়
রাত্রি গভীর তাই মন কিছু চায়
ভেজা মন ভেজা রাত মিলন সংকেত
শরীর ব্রহ্মে লীন কামনায় বেত
সীমাবদ্ধ সীমাহীন মিলবে যে আজ
মহামিলনের গানে যৌনতার লাজ
এ মিলনে কত সুখ আগে জানা গেলে
ছুটতাম আগেভাগে সবকিছু ফেলে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন