![]() |
সাগর কুন্ডু # আসানসোল # ১ জুলাই, বুধবার @ আজ চিকিৎসক দিবস উপলক্ষ্যে জেলা হাসপাতালের চিকিৎসক সুপার নিখিল চন্দ্র দাসকে আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে সম্মান জানানো হয়। করোনা পরিস্থিতির মোকাবিলায় যেভাবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করেছেন, সেই মহতী সেবার মূল্যবোধ যেন আরও একটু নড়েচড়ে উঠল চিকিৎসক দিবসে।
এদিন আসানসোল দক্ষিণ থানার ওসি অনিন্দ রায় আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতালের সুপার নিখিল চন্দ্রদাসের হাতে উপহার-সহ একটি মানপত্র ও পুষ্পস্তবক তুলে দেন। অন্যদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থার পক্ষ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও ব্ল্যাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও বিশেষ সম্মাণ জানানো হয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন