![]() |
পরেশ নাথ কোনার |
সব চরিত্র কাল্পনিক নয়
পরেশ নাথ কোনার
সব চরিত্র কাল্পনিক হয় না সব সময়,
কখনো কখনো সত্যি ও হয়।
গলি থেকে রাজপথ লক্ষ লোকের
মিছিলে হাঁটে যারা, বেশীর ভাগ ই জানে
না কেন হাঁটছে ,শুধু নেতাদের কথায়, কিছু
পাবে না জেনেও হাঁটে,তারা তো কাল্পনিক নয়।
আকাশে যে কালপুরুষের ছবি আঁকা হয় ,
রেখা টা কাল্পনিক হতে পারে, নক্ষত্র গুলির
অবস্থান তো কাল্পনিক নয়।
রাজসভায় প্রকাশ্যে দুঃশাসন দ্রৌপদীর
বস্ত্র হরণ করে ছিল আর শ্রীকৃষ্ণ বস্ত্রের
রোল এনে অফুরাণ বস্ত্র সাপ্লাই করে গেলেন
এটা কাল্পনিক হতে পারে কিন্তু যেসব রথী
মহারথীরা বসে বসে বস্ত্র হরণ দেখছিলেন
আর ভাবছিলেন দ্রৌপদীর মতো তেজস্বিনীকে
উলঙ্গ অবস্থায় দেখতে কেমন লাগে তারা তো
আর কাল্পনিক নয়।
সেই সব রথী মহারথীরা, বুদ্ধিজীবীরা আজ ও
স্বমহিমায় বিরাজ করছে আমাদের চোখের
সামনে অথচ আমরা কেমন আশ্চর্যজনক ভাবে
নীরব দর্শক।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন