কর্তৃপক্ষের উদাসীনতার ফলে মৃত্যু ইমপেক্স ফেরো কারখানার শ্রমিকের
সত্যান্বেষী সংবাদ # কাজল মিত্র # ৩০ জুন, মঙ্গলবার @ সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া কদবীটা ইমপেক্স ফেরো টেক প্রাইভেট লিমিটেড কারখানায় কাজের সময় মঙ্গলবার দুর্ঘটনায় মারা যায় কর্মরত আস্তিক মল্লিক (২৯)। জানা যায়, লেফট ব্যাংকের বাসিন্দা আস্তিক মল্লিকের মৃত্যু কারখানার উদাসীনতার ফলে হয়। যার ফলে গ্রামবাসীরা এসে কারখানায় বিক্ষোভ শুরু করে।
মৃতের এক সহকর্মী জানান, ওভার ডিউটি করতে বাধ্য করানোর ফলে মূলত মৃত্যু হয় ওই শ্রমিকের। কারখানায় এম্বুলেন্স থাকা সত্ত্বেও শ্রমিকের জন্য ব্যবহার হয়নি। এম্বুলেন্স করে কারখানার কোনও অফিসারের জন্যে সব্জি আনতে যাওয়ার ফলে সময়মত এম্বুলেন্স না পাওয়ার কারনে হাসপাতালে নিয়ে যেতে যথেষ্ট দেরি হওয়ায় এই বিপত্তি। লেফট ব্যাংকের বাসিন্দা আস্তিক মল্লিক, যিনি প্রায় ৩ বছর ধরে এই সংস্থায়
ঠিকাদারি কর্মী হিসাবে কাজ করছেন, তার বাবা সুভাষ মল্লিক, স্ত্রী মমতা
মল্লিক (২৯), একটি ৬ বছর বয়সী শিশু আছে।

যার ফলে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তারা কারখানায় ঢুকে মৃত দেহটাকে নিয়ে ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ দেখায়। তবে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে চৌরঙ্গী ফাঁড়ি ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ পৌঁছে লোকদের বোঝানোর চেষ্টা করেছিল। পরে কোম্পানির ম্যানেজার এবং চৌরঙ্গী নিহত যুবকের পরিবারের মধ্যে একটি ক্ষতিপূরণ সংক্রান্ত সমঝোতা বৈঠক হয়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, বুড়া খান , বিজেপি নেতা মনোজ তিওয়ারি, মোবিন খান, জিতেন রাজওয়ার, মুনমুন ভট্টাচার্য, আশুতোষ তিওয়ারি, বিজয় সিং, শঙ্কর ঘোষ এবং পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে আসেন। কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন সতীশ সিং।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন