বার্ষিকী : শেখর কর

বার্ষিকী : শেখর কর
বার্ষিকী : শেখর কর

আজ নিজেকে একলা করেই রাখো
যেওনা কোথাও ভিড়ে ।
জ্বলুক মোম গলে পড়ুক
একান্ত গভীরে

উদযাপনের  মিহি সুতোয় 
সুখ-দুঃখ বোনো
চারদেয়ালের নীল সায়রে
ক্ষরণ প্রপাত শোনো

আজকে নাহয় 
নিজের কাছেই থাকো
বন্ধ থাকুক
যোগাযোগের সাঁকো...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.