![]() |
একুশ আমার অহংকার : কিরণ মাহমুদ মান্না |
একুশ তুমি আমার অহংকার,
তুমি বায়ান্নের রাজপথে জনতার মিছিল,
সুনিপুণ গড়া এক স্মৃতির ভাস্কর।
একুশ তুমি বাংলা ভাষা চাই স্লোগানে
ছুটে আসা এক ঝাঁক তরুণের বাহুবল।
একুশ তুমি লাখো শহীদের প্রাণে,
আমার সোনার বাংলায় মাতৃভাষাকে
চিরস্থায়ী রুপ এনে দেবার তুমি বলিষ্ঠ নায়ক।
বাংলা ভাষা রাষ্ট্র চাই বলে রাজপথে নেমে আসা
ছালাম রফিক শফিক জব্বার
তুমি তাদের চোখে জ্বলে উঠা অগ্নিশিখা।
একুশ তুমি মিশে আছো বর্ণমালার অ আ ক খ গ ঙ'র
প্রতিটি কবিতায়,প্রতিটি গল্প রচনায়।
একুশ তুমি আছো দুখিনী মায়ের আঁচলে,
নাড়ি ছেঁড়া রক্তের বাঁধনে।
আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথে,
সোনার বাংলায় সবুজ পটভূমিতে ভোরের সূর্য হয়ে,
একুশ তুমি বাঙালির আরেক সন্তান হয়ে।
একুশ তুমি প্রভাত ফেরীতে,
শহরে ও গায়ের মেঠো পথে ছুটে চলা সেই
কিশোর কিশোরীর কচি হাতের শ্রদ্ধাঞ্জলী।
একুশ তুমি প্রতিটি মায়ের ভালোবাসার আঁচলে,
তুমি আমার ভাইয়ের রক্তের স্মৃতির শহীদ মিনারে।
একুশ তুমি আছো বাঙালি জাতির সম্মানে।
জীবনের মায়া ত্যাগ করে যারা এনেছে এই বাংলা,
যাদের বলিদানে মুখে ফোটেছে বাংলা ভাষা,
তোমাদের এই ঋণ কভূ শোধ হবার নয় আর হবেনা।
আমার ভাইয়ের রক্তে কেনা সে যে মাতৃভাষা
আমার গর্ব আমার আশা আমারই এই বাংলা ভাষা।
![]() |
কিরণ মাহমুদ মান্না |
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন