![]() |
মনে পড়ে : সুদীপ সিনহা |
ভুলে গেছ, সেই সব কথা?
হাতে হাত,চোখে চোখ,
আর নীরবতা।
কি এক গভীর,আবাহনে,
নয়নে নয়ন রাখি,
কেউ কি তা জানে।
পড়েনা পলক চার চোখে,
মুছুক জগৎ,চারিধার,
বলে যা বলুক,দেখে লোকে।
পিতামাতা,গুরুজন,
সমাজ ,সংসার ভার,
আঁধারে সব একাকার।
সে প্লাবন,আজও আসে মনে,
ভুলিনি কাঁপা ঠোঁট,ভীরু চোখ,
আজও আঁকা মনে।
কৃষ্ণ ঘনকেশ রাজি,
নয়নে ঝিলিকের ছটা,
ভুলিতে পারিনি গো ওটা।
তুমিতো চলে গেছো ,অতি অবহেলে,
জল নুপুরের সুর তুলে,
আমাকে হটাৎ ই ভুলে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন