![]() |
প্রাণ : তাপস চক্রবর্তী |
মাকে দাহ করে সন্তান
ছাইটা দেখি কাঁদে
সে কান্না
সন্তানকে কোনওদিন
দেখতে না পাবার
সন্তানও কাঁদে
মাকে কোনওদিন
ছুঁতে পারবেনা বলে ,
নদীর জলে ভেসে যাওয়া ছাই
সাগরের দিকে যায়
গ্রহ-নক্ষত্র ছাইকে ছুঁয়ে দ্যাখে
সুখ-দুঃখের গল্প শুনতে চায় ,
মা তার সন্তানকে খোঁজে
নাড়ির টানে সন্তান ভেসে আসে
উদ্ভিদ হয়ে
মহাকাল হাতছানি দিয়ে ডাকে
সব ডাক তুচ্ছ করে
মা উদ্ভিদ হয়ে বাঁচে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন