![]() |
তোমার কবিতা : নির্মাল্য ঘোষ |
সন্দেহ যে গভীর ভালোবাসা তুমি বোঝেনি..
প্রতি মুহূর্তে হারিয়ে যাওয়ার আতঙ্ক যে গভীর ভালোলাগা
তুমি বোঝেনি...
তুমি যখন বুঝেছিলে তখন বসন্ত ডুবে গিয়ে শীত এসেছিল...
সম্পর্কে ঢুকেছিল সে শীতলতা, সে স্থবিরতা...
পূর্ণ নারী হবার পরিপূর্ণ বাসনা দেখতে পায়নি এক পূর্ণ পুরুষের পরিপূর্ণ ভালোবাসা...
তাই পরিপক্ক হবার আগেই ঝরে গিয়েছিলাম আমি...
আর কেউ নয়...
রাতের নিস্তব্ধ অন্ধকারে খোদাই করা কুকুরের ডাক আর এম্বুলেন্সের শব্দ এখনো তোমাকে স্পর্শ করে..
নেওটিয়া হাসপাতালের আশেপাশের উঁচু বিল্ডিঙ্গ গুলোর মতই...
চল, গভীর রাতের নিওন আলো লেপা রাস্তায় আরো একবার গন্তব্যহীন পথ হাঁটা যাক... নীরবে...উষ্ণতায়...
হাতে হাত ধরে...
কলেজের সম্মোহিত দিনগুলির মত...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন