![]() |
গণতান্ত্রিক : পুষ্পজিৎ পতি |
সন্ধ্যা নামে ক্রমশ,
অমীমাংশিত আবেগ গুলো
সঞ্চিত হতে থাকে নিভৃতে,
তৈরী হয় আক্ষেপের পাহাড়।
তারপর, ধীরে ধীরে
তুমি-আমি আর আমি তুমির
বৈচিত্রতায় তৈরী হয়
কালজয়ী উপন্যাসের পটভূমি।
তখন লেখকের কলম কে
মিথ্যেই দোষারোপ করে
আত্মতৃপ্তির ঢেকুর তুলি।
স্বাধীনতা নামের অচিন পাখি
আলেয়ার মতো ক্ষনিকেই
মিলিয়ে যায় গতিশীল আবর্তে।
ভারতবর্ষের পুনর্জন্ম,
প্রজাতান্ত্রিক চাটুকারিতা।
আসলেই 'জনগণ গন মন'
মন রাখতেই প্রৌঢ়ত্বের দ্বারে খাবি খায়।
শেষ কটা দিন উন্মুক্ত থাকে
খাঁচাবন্দি তোতা কাহিনীর বালখিল্যতায়।
উদভ্রান্ত ভাবনার রেসে,
গণতান্ত্রিক জনগণ ঢেউখেলা সারল্যে সাম্যবাদীর চরকা টানে,
বিলম্বিতলয় ছায়াপথের নক্ষত্র বলয়ে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন