![]() |
ফ্ল্যাশব্যাক : মনোনীতা চক্রবর্তী |
" ঠিক সেদিন দুপুরে তুতান যখন মন দিয়ে ইউনিট টেস্টের জন্য বই-এ মুখ বুজে ছিল, তখন রান্নাঘরের ঠিক পাশের ঘরটায় তুমি জোর করে টেনে যখন তোমার বুকে ফেললে, তোমার বুকে মুখ ডুবিয়ে আমিও অস্ফুটস্বরে বলছিলাম....এটাই আমার সব! এই জায়গাটাই আমার আকাশ...
আমার পৃথিবী...
এখনেই যেন মরি!
তবে সেই মৃত্যুটাও হবে
সবচেয়ে শান্তির!
বকের ডানার মতো
উজ্জ্বল-সাদা মৃত্যু!
প্রতিবার তোমায় ছুঁলেই আমার পৃথিবী ঘোরা হয়ে যায় মুহুর্তে...
আমি পৃথিবী দেখি। লাল,সাদা,হলুদ,কমলা,
ফ্যাকাশে পৃথিবী!
আমার বহুরূপী পৃথিবী..."
এভাবে প্রতিবার নিজেকে কোট করতে-করতে পৌঁছে যাওয়া বেলা-অবেলা অথবা অন্যবেলার কাছে...সাথে শুধু দুটো ইমোজি আর পার্সে রাখা টিস্যু-পেপার!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন