![]() |
সেদিন বৃষ্টিতে : শিবরাম ভূঞ্যা |
ঝম্ঝমিয়ে বৃষ্টি, দূর হ অনাসৃষ্টি
যেতে হবে ইস্কুলে।
বাটে একটি মেয়ে, আমার পানে চেয়ে
ডাকে আমায় হাত তুলে।।
বৃষ্টি এখন মিষ্টি, হৃদয় আকৃষ্টি
একটি মেয়ে একটি ছেলে।
পায়েতে এক মাটি, এক ছন্দে হাঁটি
এক ছাতার তলে।।
পান্থ সমীরণ, শান্ত কিছুক্ষণ
সে প্রথম কথা বলে।
ছিলাম নিস্তব্ধ, হলাম বাক্রুদ্ধ
পথহাঁটি টলমলে ।।
বিদ্যালয়ে এসে, একটু মিষ্টি হেসে
ক্লাসে সে যায় চলে।
এমন মধুর স্মৃতি, তোমরা বলো যত-ই
কেমনে যায় ভুলে।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন