![]() |
না বলা কথা : পুষ্পজিৎ পতি |
জানিস, মাঝে মাঝে ভাবি
তোর জন্যে কিছু লিখি
মনের ভাবটাকে উজাড় করে,
মহাপুরুষ মার্কা উপদেশ, বাণী
নির্ঘাত আস্তাকুড়ে জমা ময়লার
আস্তরণ বাড়াবো না বলেই,
লিখা আর হয় না
মূল্যবোধের তলানির তেলচিট আঠায়
দীপ জ্বলে না, নিজেই জ্বলে
তখন মহাপুরুষের বাণী
দমকা হাওয়ায় ওড়া
শিমুল তুলোর মতো
উদ্যেশ্য-হীন,আর অকেজো
গুলতি মারা শিকারের
ছটপটানি ব্যথায়, কুঁকড়ে
ওঠা আমার সভ্যতা বাসা খোঁজে
জীবনের শেষ অংকে এসে
তখনও তোর জন্যে,
লিখা আর হয়ে ওঠে না
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন