![]() |
সভ্যতার ধ্বংসস্তূপে : মিঠুন রায় |
বিজ্ঞাপন শোভিত শহরের সবকটি রাস্তা,
আনাচে-কানাচেও,
প্রচারের আড়ালে ঢেকে যায় পৃথিবীর মুখ,
চারিদিকে কোলাহল আর হৈচৈ
শ্লোগানে মুখরিত দিক- দিগন্ত,
কুয়াশাচ্ছন্ন আকাশ,
বেড়ে যাচ্ছে দূষণের মাত্রা ।
লজ্জায় মুখ লুকোয় বসুধা।
মৃত্যুর শিহরণে তটস্থ প্রাণীকূল,
আয়নায় নিজের মুখ দেখে আমিও প্রশ্ন তুলি অস্তিত্ব নিয়ে।
মনে পড়ে প্রলম্বিত সময়ের ইতিহাস,
যে ইতিহাসের সাক্ষী বহুজন-সভ্যতা,সমাজ ও সংস্কৃতি।
নবজাতকের বাসযোগ্য ভুমি আজ এতই অনুর্বর ,
মাটির গন্ধ আর দূষণের গন্ধ মিলেমিশে একাকার।
আমি অপেক্ষা করি তবু,
সভ্যতার ধ্বংসস্তুপে কেতকী ফুলের মিষ্টি সুবাস ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন