নন্দিনী ভট্টাচার্য : মুখোমুখি পিনাকী চৌধুরী

নন্দিনী ভট্টাচার্য


নন্দিনী ভট্টাচার্য : মুখোমুখি পিনাকী চৌধুরী


( অল বেঙ্গল মেনস ফোরামের সভানেত্রী নন্দিনী ভট্টাচার্য । তাঁর মুখোমুখি পিনাকী চৌধুরী। )     









প্রশ্ন ):- নারী দিবস, ভ্যালেন্টাইনস ডে , এই বিশেষ দিনগুলির কথাতো সবাই জানে, কিন্তু ১৯ নভেম্বর যে আন্তর্জাতিক পুরুষ দিবস, তা বোধহয় অনেকেই জানতেন না । এই বিষয়ে আপনার অভিমত কি ?     

 উত্তর ): সত্যিই তাই ! অনেকে একেবারেই জানতেন না । তবু গত দুই বছরের অক্লান্ত পরিশ্রমের পর এইবছর কিছুটা হলেও এগিয়েছি । আর সোশ্যাল সাইটগুলোতে তুলনায় বেশি প্রচার হয়েছে । আর সোশ্যাল মিডিয়া এখন জীবনেরই অঙ্গ !               

প্রশ্ন ): পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা হয়ে পুরুষদের স্বার্থে আপনি কাজ করে চলেছেন। স্রোতের বিপরীতে হাঁটতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হয় নি ?     

উত্তর ): - না, সেভাবে বাধা আসেনি । বরং উল্টে অনেক মহিলাই আমার এই কাজকে সমর্থন করেছেন । মুশকিলটা হল, কতিপয় নারীবাদী পুরুষদের নিয়ে । এনারা মহিলা নারীবাদীদের থেকে বেশি সমস্যা সৃষ্টি করেন !   
        
প্রশ্ন ):- নন্দিনী ভট্টাচার্য তো একজন বিশিষ্ট গায়িকা । পাশাপাশি সমাজসেবায় ব্রতী হয়েছেন । এতগুলো দিক সামলাতে অসুবিধা হয় না ?   

উত্তর ):- না, তেমন একটা অসুবিধা হয় না । গান আজকাল খুবই কম গাই । আর তাছাড়া ২৪ ঘন্টা অনেকটাই সময় । একটু সাজিয়ে নিলেই কাজগুলো সহজ হয়ে যায় ।               

প্রশ্ন):- ইদানিং আপনার এই বিশাল কর্মকান্ড চারদিকেই যেন শোনা যাচ্ছে । বলা ভাল, নন্দিনী ভট্টাচার্য এখন একটা ব্র্যান্ড নেম । নিজের কাজ আর পরিবারের মধ্যে সমতা রক্ষা করেন কিভাবে ? 

উত্তর ):- পরিবারের সাহায্য ছাড়া আমি এই কাজ করতে পারতাম না । আর তাই সমতা রক্ষা করবার প্রশ্ন নেই । 
            
প্রশ্ন )- পরিবারে অথবা কর্মস্থলে অনেক পুরুষই নির্যাতনের শিকার । বিশেষতঃ কর্মস্থলে অনেক পুরুষই হয়তোবা যৌন লাঞ্ছনার শিকার ! আর সচরাচর এইসব খবর প্রকাশিত হয় না । আপনি কি বলবেন ? 

 উত্তর )- প্রকাশিত হয় না, কারণ, পুরুষদেরও কিন্তু ইগো আর লজ্জা রয়েছে । আর তাছাড়া পুরুষ মানুষ নারীদের মতোন নিজেদের দুঃখ কষ্ট বিক্রি করতে পারেন না ! তবে যেদিন পারবেন, সেদিন কিন্তু সামগ্রিক চিত্রটি বদলে যাবে ! আমরা পুরুষদের সেটাই শেখাচ্ছি !   
               
প্রশ্ন ):- আপনি একজন সুগায়িকা । মেঝে থেকে স্টেজে আসতে কতোটা পথ অতিক্রম করতে হয়েছে ?

উত্তর ):- সেটা হয়তো সবাইকেই অতিক্রম করতে হয় । নতুন কিছু নয় । তবে আমি আমার নিজের কাজের প্রতি নিবেদিত প্রাণ । আর কতোটা করতে পেরেছি, সেটা ভবিষ্যত বলবে !                 

প্রশ্ন ):- আপনি সংবাদ মাধ্যমের ওপর বেশি আস্থা রাখেন ? নাকি সোশ্যাল সাইটগুলোতে ? 

উত্তর ):- আমি সম্পূর্ণ মিডিয়ার ওপরেই ভরসা করি । আর তাছাড়া সংবাদ মাধ্যম না থাকলে আমাদের কাজের পরিধিটাও কিন্তু বিস্তৃত হয়না । তাই আমি মিডিয়ার প্রতি কৃতজ্ঞ !           

 প্রশ্ন ):- এইবার যে ঘটা করে চারিদিকেই আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হল, তার সিংহভাগ কৃতিত্ব কিন্তু আপনারই প্রাপ্য । আর তাহলে কি বলা যায় যে অদূর ভবিষ্যতে পুরুষদের বিড়ম্বনার অবসান ঘটবে? 
পিনাকী চৌধুরী

উত্তর ):- কৃতিত্ব আমার একার নয় , আমরা যারা পুরুষদের অধিকার নিয়ে কাজ করছি, তাঁদের সবারই কৃতিত্ব । তবে ভারতবর্ষে যতদিন না লিঙ্গ নিরপেক্ষ আইন হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু পুরুষের বিড়ম্বনা কমবে না ! 
         
প্রশ্ন ):- আপনার জীবনের মূলমন্ত্র কি ? 

উত্তর ):- সমাজ ও মানুষের কাজে লাগাতে ছাড়া আমার জীবনের অন্য কোনো মন্ত্র নেই ! ( স্মিত হেসে) ভারতবর্ষকে পুরুষদের বাসযোগ্য করে যাব আমি !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.