হেঁসেল : কন্তল মণ্ডল

হেঁসেল : কন্তল মণ্ডল
হেঁসেল : কন্তল মণ্ডল

হেঁসেলে হাতা খুন্তির বিবাদ মেটাতে মেটাতেই সারাক্ষণ কেটে যায় মামণির;মানে আমার মায়ের।
তেলচিটে কাপড়ে,জায়গায় জায়গায় হলুদের ছোপ,  বাতের ব্যথায় অথর্ব প্রায়; মাকে দেখলেই
আজকাল আমার কেমন যেন গুহামানবীর কথা
মনে আসে।
এত বলি, তবু তিনি তাঁর এই কালিঝুলি,তেলমশলা
মাখা, ধোঁয়ার সাম্রাজ্য- ছেড়ে আসতে নারাজ।

সম্প্রতি গণ্ডাকতক বাচ্চা প্রসব করা বিড়ালটাও
দেখছি সঙ্গ নিয়েছে মায়ের।আমরা বিরক্ত হলে কী
হবে,মা তাকেও ফেরান না,  রীতিমতো প্রশ্রয়েই
রেখেছেন। বলেন,আমি কি শুধু তোদেরই মা;
আমি তো বিড়ালেরও!...

তখন আশ্চর্য মহিমান্বিত দেখায় মাকে,ভাবি প্রতিদিন অন্নপূর্ণা হয়ে, ইনিই তাহলে  আমদের ভাত বেড়ে দেন! তারপর সবাই যখন আমরা,যে যার মত রাত্রে ঢুকে পড়ি-গর্তে;  একাকী বারান্দায় --

বিড়াল আর মা সমকক্ষ হয়ে  ওঠে!...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.