![]() |
অবসর : আরতি ধর |
দিনান্তে ঠিকানায় ফেরা----
ঠিকানা
শুধুমাত্র একটা আস্তানার নাম কি?
নাকি প্রেম-প্রীতি, আস্থায় পরিপূর্ণ এক বাসস্থান!
পাওয়া হয় না কেন
প্রত্যাশিত পাওনা টুকু?
স্বার্থ -সংঘাতের মিত্রতা
একটা চওড়া দেয়াল--
দুটি মনের মাঝে
ঘূণপোকা পায় পর্যাপ্ত আহার
এক্কেবারে ঝাঁঝরা হবার আগেই-----
ঠিকানা বদল
খোলা আকাশের নিচে
অনেক টা মুক্তি র স্বাদ
খানিকটা ঝড়-ঝাপটা
সব নিয়ে জীবনের সায়াহ্ন আসে----
নীরবে
অভিমান হাসে
ভালোবাসা ঝরে
প্রকৃতি কাঁদে
অবসর যাপনের বেলা আসে
জীবন থেকে অবসর
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন