ক্রিকেটার সৌরভ থেকে প্রশাসক : পিনাকী চৌধুরী ‌

ক্রিকেটার সৌরভ থেকে প্রশাসক
ক্রিকেটার সৌরভ থেকে প্রশাসক : পিনাকী চৌধুরী ‌

১৯৭২ সালের ৮ জুলাই বেহালার বীরেন রায় রোড ( ইষ্ট) এর সেই বর্ধিষ্ণু পরিবারে নিরুপা গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে যে ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করেছিলেন, আর তারপর আর পাঁচটা শিশুর মতোই মহারাজের বেড়ে ওঠা ! কিন্তু কি আশ্চর্য ! ক্রমে ক্রমে তামাম ভারতবাসীর এবং অবশ্যই বিশ্ববাসীর কাছে যেন সৌরভ গঙ্গোপাধ্যায় এক আইকন হিসেবে মান্যতা পেলেন ! মূলত বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ! 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনে ওয়ান ডে ইন্টারন্যাশনালে অভিষেক ঘটে ১৯৯২ সালের ১১ জানুয়ারী , ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে । মূলত তার পর থেকেই বাইশ গজের যুদ্ধে তিনি নিজেকে ধীরে ধীরে উজাড় করে দিতে থাকেন ! ক্রিকেটই সৌরভের জীবনের ধ্যান জ্ঞান হয়ে যায় ! আর তারপর আবর্তিত হয় সৌরভের অসাধারণ ক্রিকেটীয় বিন্যাস !  সৌরভের টেস্ট অভিষেক ঘটে ১৯৯৬ সালের ২০ জুন, ইংল্যান্ডের বিরুদ্ধে ! আর তাঁর অধিনায়কত্বে ভারত ৪৯ টি টেস্ট ম্যাচের মধ্যে ২১ টি টেস্ট ম্যাচে জয়লাভ করে ! মূলত বাইশ গজের যুদ্ধে সৌরভের দৃপ্ত পদচারণা, অ-সা-ধা-র-ণ ক্রিকেট শৈলী এবং অবশ্যই আদর্শনিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে যেন এক ব্র্যান্ড নেম হয়ে যায় ! 

পিনাকী চৌধুরী ‌
২০০৮ সালের ৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি তাঁর জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলেন ! তবে ২০০৩ সালে সৌরভের নেতৃত্বেই কিন্তু ভারত বিশ্ব কাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে যায় ! আর একদিনের ক্রিকেটে তিনি ১১,০০০ বেশি রান সংগ্রহ করেছেন ! বরাবরই সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট মাঠে এক আগ্রাসী মনোভাব নিয়ে অবতীর্ণ হতেন ! লর্ডসের মাঠে সৌরভের সেই জামা খুলে ওড়ানোর দৃশ্যটাই কিন্তু তার সাক্ষ বহন করে ! তবে সৌরভ নিজেকে যাবতীয় বিতর্ক থেকে খুব সন্তর্পনে দূরে রেখেছেন , বলা ভাল, সুকৌশলে বিতর্কের আঁচটুকুও গায়ে লাগতে দেননি ! 

শুধুমাত্র ক্রিকেট মাঠেই নয় , পরবর্তীকালে দাদাগিরির মঞ্চেও সৌরভ গঙ্গোপাধ্যায় যেন সমান সাবলীল ! বর্তমানে আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে আরও একটি রঙিন পালক ! হ্যাঁ, তিনি বি সি সি আই এর সভাপতি ! মেয়াদ দশ মাস ! তাই  প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায় কাছে এখন আপামর ভারতবাসীর প্রত্যাশা অনেক !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.