![]() |
দুই এক্কে দুই : ড. বিষ্ণু পদ মাহান্তি |
চল নিশীথ রাতে আমরা দু জন
দোলনা দোলায়
চল একলা পথের একতারা টা
দু জনে বাজাই।
বলবে ওরা কইবে কথা
করবে টানাটানি
মানবো না বাধ বাঁধের আগল
ছিড়ব যে টানি।
চল শরৎ রাতের দুধ ভাসানো
মেঘের কোলে হাসি
চল পদ্ম ফোটা জল বাগানে
একটু ঘুরে আসি।
চল খেয়াল খুশির দম লাগানো
সেই খেলাটা খেলি
চল সব অঙ্কেই আমরা শুধু
দুই এক্কে দুই বলি।
1 Comments:
খুবই শুন্দর স্যার.... আরো চাই.
পুষ্পজিৎ পতি
একটি মন্তব্য পোস্ট করুন