প্রতি বছর সারা পৃথিবীতে কমবেশি ৮০ টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় । তবে এবার কিন্তু চোখ রাঙাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ' বুলবুল'! ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে ! এবং সেই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তাহলে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল । আর ওই বুলবুল নামের ঘূর্ণিঝড় কিন্তু ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে । কার্তিক মাসের প্রায় ১৯ তারিখ হয়ে গেছে, কিন্তু বাতাসে ঠান্ডার লেশ মাত্র নেই , উপরন্তু বেশ গরম অনুভূত হচ্ছে ।
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৮ নভেম্বর থেকে অবস্থার পরিবর্তন হবে । হ্যাঁ, আগামী শুক্রবার থেকেই আকাশ মেঘলা থাকবে, এবং শনিবার থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । আর তারপরেই সম্ভবতঃ শীতপ্রত্যাশী মানুষজন সামান্য হলেও স্বস্তি বোধ করবেন ! কিন্তু কিভাবে নামকরণ করা হয় এইসব ঘূর্ণিঝড়ের ? ১৯৪৫ সাল থেকেই আনুষ্ঠানিক ভাবে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে ঝড়ের নামকরণ করা শুরু হয় ।
আর নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে থাকা বিভিন্ন আঞ্চলিক কমিটি । বিশ্ব আবহাওয়া সংস্থা ( World Metrological Organisation) এর অধীনে থাকা বিভিন্ন আঞ্চলিক কমিটি এইসব নামকরণ করে মূলত সমুদ্রের ওপর ভিত্তি করে, যেমন - ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করবে WMO এর ৮ টি সদস্য রাষ্ট্র । যথা - মায়ানমার, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ওমান , থাইল্যান্ড । এদেরকে একত্রে ' স্কেপ' নামে অভিহিত করা হয় । তবে এইসব ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের নামে করা হয় , যেমন, বিজলী, নার্গিস, রেশমী, ইত্যাদি ইত্যাদি ।
এখানে বলে রাখা ভাল যে, প্রথম যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল, সেটা কিন্তু আজ থেকে প্রায় ৩০০ বছর আগে শ্রীলঙ্কার একজন প্রবল পরাক্রমশালী রাজা মহাসেনের নামে ! আর ২০০৪ সাল থেকে স্কেপের প্রস্তাব অনুযায়ী প্রতিটি দেশ থেকে বিভিন্ন নাম জমা নেওয়া হয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য । আর বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলের ৮ টি দেশের প্রস্তাব অনুযায়ী একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয় । আর ঘূর্ণিঝড়ের নামকরণ এমনভাবে তৈরি করা হয়, যাতে প্রবল দুর্যোগের সময় সংক্ষিপ্ত সেই নামের দ্বারা আপামর জনসাধারণকে সচেতন করা সম্ভব এবং অবশ্যই প্রচারমাধ্যমে পরিচিত হয় সেই ঘূর্ণিঝড়ের নাম । অতীতে ' ফণী' নামক ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল বাংলাদেশ ! আর এই ' বুলবুল' নামক ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন