![]() |
কেউ একজনকে : নৃপেন্দ্রনাথ মহন্ত |
তোমাকে মনে পড়ে।এমন দিন।
এ তো বর্ষা নয়।শীত নয় দূর।
মেঘেরা ছবি আঁকে।ক্ষণভঙ্গুর।
মাটিতে ছায়া পড়ে।আলতো।ক্ষীণ।
তোমাকে মনে পড়ে।এমন দিন।
উনুনে উনুনে অঘ্রানে ধানে
ভাপাপিঠের দক্ষ আয়োজনে
অহরহ তোমাকে প্রদক্ষিণ।
তোমাকে মনে পড়ে।এমন দিন।
সময় বয়ে যায়।আয়ুর ক্ষয়।
দিনের ভাঁজে ভাঁজে রাত্রি নয়
রাত কাটে যেন দুঃস্বপ্নহীন।
তোমাকে মনে পড়ে।এমন দিন।
পৃথিবী ঢুঁড়ে একমুঠো রোদ
খুঁজে এনে দেবো।সব শোধবোধ।
তোমাতে আমাতে পথ মসৃণ।
তোমাকে মনে পড়ে।এমন দিন।
স্বপ্নেরা পথ হাঁটে।ক্লান্তিহীন।
শহুরে ফুটপাতে ম্লেচ্ছ দিন।
আমাদের পথচলা অন্তহীন।
তোমাকে মনে পড়ে।এমন দিন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন