যুদ্ধের দেবতা কার্তিক : পিনাকী চৌধুরী

যুদ্ধের দেবতা কার্তিক : পিনাকী চৌধুরী
যুদ্ধের দেবতা কার্তিক : পিনাকী চৌধুরী

যুদ্ধের দেবতা কার্তিক কিন্তু বৈদিক দেবতা নন, পৌরাণিক দেবতা হিসাবেই তিনি সুপরিচিত । বর্তমানে যদিও কার্তিক মাসের সংক্রান্তিতে পশ্চিমবঙ্গের চুঁচুড়া, বাঁশবেড়িয়াতে সাড়ম্বরে এই কার্তিক পুজো অনুষ্ঠিত হয়, কিন্তু দক্ষিণ ভারতে কার্তিক পুজো অধিক জনপ্রিয় !

আর দক্ষিণ ভারতে কার্তিক মুরুগান মায়ূরী কন্দসামী নামে পরিচিত । মূলত কার্তিক ঠাকুরের মূর্তি কিন্তু বেশ আকর্ষণীয় ! আর এই কার্তিকের ঠাকুরের একাধিক নাম রয়েছে , যেমন- বিশাখ, ষড়ানন, অগ্নিজ, দেব সেনাপতি ইত্যাদি ইত্যাদি । এখানে উল্লেখ্য যে, শাস্ত্র মতে এই কার্তিক ঠাকুরের সঙ্গে ছয় সংখ্যার একটি নিবিড় যোগাযোগ রয়েছে , আর সম্ভবতঃ সেই কারণেই হয়তোবা স্ত্রী ষষ্ঠীর সঙ্গে তাঁর অসম্ভব মিল !

শাস্ত্র আরও বলছে, এই কার্তিক ঠাকুর কিন্তু কোনো বাচ্চা বড় না হওয়া পর্যন্ত তাদের বিপদ আপদ থেকে সর্বোতভাবে রক্ষা করেন !  আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ধারণা হল , এই কার্তিক ঠাকুরের পুজো করে তাঁর কৃপা লাভ করলেই নাকি নিঃসন্তান দম্পতিদের পুত্র লাভ এবং অবশ্যই ধনলাভ সম্ভব ! আর সম্ভবতঃ সেই কারণেই আজও অনেকের বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলার চল রয়েছে ! তবে  আজকাল অনেক শহুরে দম্পতি মুখে কিছু না বললেও এই কার্তিক ঠাকুরের মূর্তি ফেলার ব্যাপারটি মন থেকে মেনে নিতে পারেননা ! তবে আজও বৈচিত্র্যে, বিন্যাসে এই কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.