![]() |
সুপ্ত বাসনা : ননী গোপাল মিশ্র |
উড়ে যাই মহা শুন্যের কাছাকাছি
মিশে যাই ওই নীল- নীলিমায়
অনন্ত কালের জন্য। চাওয়া- পাওয়ার
উত্তপ্ত বালিয়াড়িতে বসে শুকনো
মরু ঝড়ে ভেঙ্গেছে ঘর অনেক বার,
চাঁদনী রাতে ক্যাকটাসের কাঁটায়,
আত্মগ্লানিতে মোমের মত
গলেছি সারা রাত।
আর নয়, ঢের হয়েছে,
নক্ষত্র ঝরা রাতের শিশির হয়ে
কোন সুগন্ধী ফুলের মতো
দিয়ে যাবো সবটুকু নির্যাস।
ব্যর্থতার কাব্য ঘিরে তোমাকে নিয়ে
ভাগ আর ভোগের অঙ্ক
মিলাতে গিয়ে অজান্তেই
শেষ হয়ে গেছে অভিসারের রাত।
পাইনি কিছুই, স্বপ্ন আর কল্পনার ক্যানভাসে
বন্দী তোমার ভালোবাসা
জীবাশ্ম হয়ে গেছে তোমার মৃন্ময়ী মূর্তি।
খুঁজেছি অনেক, সারা পৃথিবীতে
অক্টোপাসের ছলনায় বন্দী হয়েছি আস্টেপিস্টে।
তখন নীড়ে গেছে
সব জোনাকির আলো
তুলসী তলার প্রদীপ
লক্ষী পেঁচা ফিরে গেছে
আপন আলয়ে।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন