![]() |
বনাম প্রেম : বিষ্ণু পদ মাহান্তি |
এখনও বললেনা।
বারান্দায় বসে দু হাতে মুখ চেপে
আশঙ্কার সংকেত দিলে
গন্ধহীন ভালোবাসা আর ভাললাগেনা।
রিক্ত বুকটার শুধু উঠানামা
কেবল অন্তরের নিঃশব্দ আন্দোলন
আর মরুভূমির মতো মনটা আবেগময় হয়!
হয়না কি----?
প্রেম থেকে কখনো কি হিংসা জন্মে?
যদি জন্মাত --?
তবে পৃথিবীতে কে থাকতো,
তুমি না প্রেম?
জবাব মেলেনা,
শুধু আশঙ্কা আর করুনার জন্ম দেয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন