![]() |
ক্রমশ : দীপান্বিতা রায় সরকার |
একবারেই তো " তুই" চাই না
সিঞ্চনে মন বিন্দু বিন্দু করে,
যেমন করে নীলাভ রাতে
নক্ষত্র মন ভরে।
তেমনি করে এক ছটাকে...
একটু অংশ একটু কনা,
আমার এক অদম্য শোক
সামলে রাখে তোর তুলনা।
একটু গড়ি একটু ভাঙি...
দিন প্রতিদিন তোর মুরতি,
এক্কেবারে গড়তে গেলে সবটা সারা।
প্রবল তোকে চাইতে গেলেই সবটা হারা।
একটু বাহির সমস্তটাই তোরঙ্গতে...
বজ্র বুকে গর্জে আছে প্রকট হতে,
তুইও পুড়িস আমি ও পুড়ি সংগোপনে
একবারে কি বলত ওমন পুড়তে আছে?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন