![]() |
আরোগ্যনিকেতন : গোবিন্দ ধর |
আরোগ্য নিকেতনকেই লোকে হাসপাতাল বলে
আমিও হাসপাতালকেই আরোগ্যালয় বলি।
অসুখ হলে শরীরকে সুস্থ রাখার নির্ভরযোগ্য নিকেতন
হাসপাতাল।
মনের অসুখে হাসপাতাল থেকে বড় আরোগ্যনিকেতন
তোমার আদর আর ভালোবাসা ব্যবস্থাপত্রই
মন থেকে নেগেটিভ এনার্জি দূর হয়।
তুমি জানো সুস্থতার নিদান।খস খস লিখে দেওয়া
মেডিসিনই একমাত্র সুস্থতাপত্র নয়।
তুমিই হৃদয়ঘটিত মেডিপিস।তুমি আরোগ্যলাভের
সুস্থতার ছায়াশরীর।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন