![]() |
ফুং সুক ওয়াংডু'র কবিতা : রাজীব ঘোষাল |
সেই যে বিস্তীর্ণ বরফানি প্রদেশ
যাকে তোমরা ভূস্বর্গ বল
সেখানে কোন আলোচনা থেকে আলো নেই
কেবল বারুদের গন্ধে ঢাকা পড়া কিছু নিরীহ মুখ...
একবুক গজল-এ-শাম নিয়ে বসে আছে...
শীত শীত ঢিলেঢালা পোশাকের ভেতর থেকে বের করে আনছে ধিকি ধিকি আঁচে জ্বলতে থাকা
পিরান ...
ফুংসুক ওয়াংডু আজ কি করবেন খুঁজে না পেয়ে সেখানে চুপচাপ বসে আছেন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন