![]() |
চলো ফিরে যাই : সৈয়দ সওকাত হোসেন |
চলো ফিরে যাই আবার
তখন তুমি অষ্টাদশী
বুকে জোছনা , চোখ জোড়া নদী
আমার একুশ এক ছুটন্ত আরবি ঘোড়া
হেমন্তের নগ্ন আকাশের নীচে পাশাপাশি বসা
ফুটন্ত যৌবন ভরা দুটো জ্যান্ত প্রাণ
আমার হাতে তখন
মেহিদী রাঙা শৈল্পিক আঙ্গুল ...
হিমেল বাতাসে উড়ে লালপেড়ে শাড়ির আঁচল
উষ্ণ নিশ্বাস ঘুরতে থাকে আধখোলা বুকে
বৃথা চেষ্টা করেও বাধা দাওনি , বললে
প্রেমিকের চুম্বনে কোনও পাপ থাকে না
শুরু হলো ভালোবাসার এক নতুন অধ্যায়
নিঃশর্তে আত্মসমর্পণ ।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন