![]() |
আমি আর ফিরব না : কৃষ্ণ দাস |
আমি আর ফিরব না?
ভালোবাসার ছাঁই-পাশ গিলে
যখন ডেকেছিলে তোমার ইশারায়
ময়ূর নাচতো গোটা শরীরে।
অথচ বুঝিনি,
তোমার সেই অবৈধ ইশারার আমি একজন মাত্র।
অত বড়ো বুক নিয়ে,
ঠোঁট নিয়ে,
দুই উরু ডুবে কতো বাদুরে ছেলের সাথে মিশেছ তুমি।
জুয়াড়ির মত বেটেছো শরীর।
অথচ আমার ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি ছিলে একা।
আমি আর ফিরব না?
তোমার মফস্বলে দেখেছি অগনিত পুরুষের আনাগোনা।
চিনেছি পোশাকের ভিতরে লুকিয়ে রাখা লজ্জাহীন শরীর।
কিভাবে বুকের আঁচল আলগা কারো
কিভাবে কোমরের বাঁধন খুলে দাও
বুঝেছি সকলই।
তাই ফিরতে পারি না,
ফিরব না আর কারো প্রেমিক হয়ে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন