![]() |
দুটি অনু গল্প : মৃদুল শ্ৰীমানশ্ৰীমানী |
অনু গল্প : মৃদুল শ্ৰীমানী
পাঁচ বছরের মেয়েটা সাজগোজ করতে খুব ভালবাসত । সাজবার উপকরণ গুলিতে হাত দিতে পাবে বলে পাশের বাড়ির নতুন বউয়ের ফাইফরমাশ খাটতো সারাক্ষণ । বাবা মা নেই। কাকার কাছে বড় হচ্ছিল। পনের না হতে হতেই সেই কাকা বেচে দিল ওকে। এখনও মেয়েটা চমৎকার সাজে। ওর কাজল কালো চোখের টানে আপনি কাস্টমার আসে। সপ্তাহ শেষে কাকা আসে। হাত পেতে পয়সা নিয়ে যায়। যাবার আগে চিবুকে আলতো করে হাত ছুঁইয়ে চুমো খায়। বলে - আমাদের মেয়ে যেন দুর্গাপ্রতিমা ।
মাটন রোল
লা ওপালার প্লেটে মাটন রোল তুলে দিল চিত্রা কাস্টমারের হাতে । একগাল হেসে কাস্টমার বললো - তুমিও একটা খাও। চিত্রা বললো - 'আজ থাক। আজ আর নাই বা খেলাম।' তার পর রোজ যা হয় তাই। নিজের শরীরটাকে কাস্টমারের হাতে সঁপে দিয়ে চিত্রা ডুবে গেল স্বপ্নে । সাত বছরের ছেলেকে নিয়ে উটি । উৎকামণ্ডকে সাহেবদের দেওয়া আদরের নাম। এখন অবশ্য নাম উধাগামণ্ডলম । চিত্রার ছেলে সেখানে পড়ে কনভেন্ট স্কুলে। কাস্টমার জানলই না চিত্রার শরীর ছেড়ে মন এখন উটির গোলাপ বাগানে ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন