![]() |
বৃষ্টি ও গানের গল্প : মাধবী দাস |
সাংবাদিকের জীবনে বৃষ্টি পতনের শব্দ
অতীতের ঘটে যাওয়া বিস্ময় নিয়তি...
দোতলার ঘরে বসে শার্শির উপরে
টুপটাপ বৃষ্টি দেখে
মেঘলা দিনে একলা না-থাকার
গান গেয়ে ভরিয়ে তুলেছ
শহরতলির এক লুকোনো দুয়ার
অবেলায় অতি বৃষ্টি
ফিরিয়ে এনেছে সেই স্বর
যে স্বরের মাঝখানে নির্বিকার ভাবে
শুয়ে ছিল খবর কাগজ
খবর পাঠানো বন্ধ রেখে
সাংবাদিক যদি বৃষ্টি দেখে
অলৌকিক সুরে মজে যায়,
তাহলেতো হতাশায় ডোবা
খড়কুটোটি প্রেমের আভায়
ভেসে জ্বলজ্বল করবেই
সব ক্লান্তি অবসাদ
বৃষ্টি জলে ধুয়ে মুছে ফেলে
অলৌকিক শিল্প এসে
ফেরেশতার মতো
হাতটাকে বাড়িয়ে দিয়ে
বলবে --'চল বন্ধু হবি?'
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন