"সে" গল্পের মাস্টার মশায় : মৃদুল শ্রীমানী

"সে" গল্পের মাস্টার মশায় : মৃদুল শ্রীমানী
"সে" গল্পের মাস্টার মশায় : মৃদুল শ্রীমানী

"সে" গল্পে এক মাস্টার মশায়ের গল্প পাড়েন রবীন্দ্রনাথ ঠাকুর। কবির কলমে সেই মাস্টার মশায় ছিলেন অদ্ভুত, কিন্তু খাঁটি অদ্ভুত। তিনি ক্লাসে বসতেন আলগোছে। ব‍ইগুলো ছিল কণ্ঠস্থ। উপরের দিকে তাকিয়ে পাঠ বলে যেতেন, কথাগুলো যেন সদ‍্য ঝরে পড়ছে আকাশ থেকে। 

সেই মাস্টার মশায় মনে করতেন ছাত্ররা নিজের গরজেই ক্লাসে উপস্থিত থাকবে, মন দিয়ে পড়া শুনবে, ও নিয়ে শিক্ষককে বিশেষ কিছু ভাবতে হবে না। মাস্টার মশায়ের শত্রু কেউ ছিল না, তবে সমজদার‌ও ছিল না। লোকে তাঁকে খ‍্যাপা ভাবত। তাঁর খ‍্যাপামির কথা রটাত। তা শুনে তিনি আশ্চর্য হয়ে যেতেন। লোকে মাস্টার মশায়ের বিদ‍্যের দোষ খুঁজে পেত না, কিন্তু বুদ্ধির দোষ ধরত। 

মাস্টার মশায় পড়ানোর সময় স্রেফ ভুলে যেতেন যে তিনি পড়াচ্ছেন। ক্লাসে নিজের আনন্দে নিজের মনে তিনি আলাপচারিতায় ডুবে যেতেন। ভাবতেন, পড়াচ্ছি ক‌ই, আমার আত্মারামকে টহল দে‌ওয়াচ্ছি। স্বচ্ছতোয়া বহতা নদীর মেজাজে তিনি পড়াতেন। জানতেন, যাদের যতটা হবার, তাই হয়। বিধাতার সঙ্গে টক্কর দিয়ে তার চেয়ে বেশি হ‌ওয়াতে গেলেই চলা বন্ধ। তাঁর পড়ানো যেন মেঘের মতো করে বৃষ্টি ঢালা, বর্ষণ হয় নানা ক্ষেতে, ফসল ফলে ক্ষেত অনুসারে।

নিজে টের পেতেন, মাস্টারিতে তিনি ক্লাসিক। সমগ্র ক্লাসের একটা উত্তরণ ঘটে যেত তাঁর উপস্থিতিতে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.