দস্তুর : ছবি ধর

দস্তুর : ছবি ধর
দস্তুর : ছবি ধর

আধুনিকতা উচ্চপ্রবাহে বইছে
উন্নতির শিখর  ছুঁয়েছে  l

তবুও কারও
প্রাত্যহিক জীবন  ঘরোয়া আটপৌরে  আঁচলের  বর্ণমালার  ভাঁজেই   তৃপ্ত l

কিশোরীর গলায়   ঘাসফুলের মালা  যেমন  কুঁচ  আর ভাট  ফুলের ঈর্ষা যোগায় --
তেমনি   রাখালিয়া বাঁশি  দূর  থেকে মন  মাতায় l

বিকেলগুলো নিজস্ব  স্বরলিপিতে দিন শেষের আল্পনা এঁকে  দেয় নিখুঁত করে l

নিয়ম  মেনে   ছোটদের  জীবনের  গল্প  শোনায়  দাদু ঠাম্মা l

নতুন বৌমা উনোনে  হাঁড়ি চাপায় ...
গরম ভাতের মৃদু গন্ধ  বাড়ীময় l

 শরৎ কালে আঙিনা জুড়ে শিউলী ঝরবে রাশি রাশি l
 দুয়ার দুয়ারে তখন  উৎসব  l
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.