![]() |
জহর : নির্মাল্য ঘোষ |
আমার অব্যক্ত যন্ত্রনা নীতা হয়ে যায়
না বলা কাঁটা তারের বাধা গ্রে সেল জাগাতে চায় মস্তিষ্কে
ভাইব্রেশন আশায় বুক বাঁধে
জহরব্রতর গন্ধ চারিদিকে
শিউলি চাপা পড়ে যায়
সোলমেট অক্ষর খোলস ছেড়ে শরীর পায়
ব্যাকগ্রাউণ্ডে শুধুই রাজস্থানের বালি
মনে পড়ে নীতা, দুই শতাব্দী আগে তোমার জহরব্রত পালন...
আমার সম্মানের কারনে....
হাসছ? অনুভূতির অনুবাদ শুনে?
আসলে সমাজের পোশাকি জীবনে তো নীতা নামের দুটি অক্ষর নেই...
শুধুই শপিং মল...
রাস্তার পাশে আগাছা বেড়ে চলে...
আর সমাজের কচ্ছপ খোলসের ভেতরে মুখ লুকোয় সত্য চাপা দিতে...
যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম .....
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন