ডেকেছি প্রতিটি নৈঃশব্দ্যে : নিঃশব্দ আহামদ

নিঃশব্দ আহামদ
ডেকেছি প্রতিটি নৈঃশব্দ্যে


তুমি এলে,ঠিক যতোটা সময়
থাকো এখানে,দৃষ্টির ভেতর বুনে যায় আলো,
অযুত অন্ধকার পেরিয়ে
যেনো শোভিত এ সকাল৷

অস্বস্তির সমস্ত খরতাপ,এই বিরক্ত দিনে
মহামশগুল হাওয়া সব প্রবাহিত ঘরময়
ঠিক শুয়েই আছি,যেনো এক নীলাম্বর
এসেছে নেমে,নেবে যতো দুঃখ আমার প্রশস্ত বুকে৷

এই যে মানুষের যাপনকাল,সংশয় আর আঁধারের
ভেতর যেটুকু স্বপ্ন ব্যঞ্জনা,যতোটা মোহগ্রস্থ প্রেমে
আমি পারি নাই বুঝাতে,পারি নাই জাগাতে আমাকে
যেমন প্রেমে সব বাধা দলিত বাসনায় তোমার ভেতর৷

নাই থাক,অপেক্ষা আর
মাঝে মাঝে কেবল ইন্দ্রিয়গ্রাহ্য করো সঙ্গোপন
ডেকেছি তোমায় প্রতিটি নৈঃশব্দ্যে
যখন আমার ভেতর তুমি নামের মাতাল নাচন৷
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.