![]() |
মনোনীতা চক্রবর্তী |
তাহলে থাক। আগুনের গল্প জ্বলুক নিজের মতো। পোশাকহীন হেঁটে যায় সময়। নির্লজ্জ চোখ থেকে ধুয়ে যায় ইতিহাস...
বরং ঠাণ্ডা ঘরে জমে উঠি আমরা
যেমন জমে উঠতাম প্রতিবার...
সেফ জোনে থেকে সব দ্যাখা আর নানারকম ফল ছুঁড়ির আগা থেকে মুখে টেনে নেবার মজাই আলাদা!
তাহলে থাক। চাবুকের দাগ শিল্প হোক নিজের মতো। এগিয়ে যাক নদী-জীবন। ধুয়ে দিক অধিকারের অ আ ক খ।
হায়না আর শকুন যেভাবে ছিঁড়ে ফেলে সব, বরং সেভাবেই দাঁতে কাটি বর্ণমালার প্রিয়তম পাতা।
নগরের মলিন ধূলা রঙ্গন ফুলের মতো রঙিন হল। আঁচলে পড়ে রইল গণতন্ত্রের বাসি টুকরো...
বরং গল্প পুড়ুক নিজের মতো...
2 Comments:
"চাবুকের দাগ শিল্প হোক "... প্রদর্শিত হোক গণতন্ত্রের লাশকাটা ঘরের ভিতর।
কবি কঠিন এসময়...
অধঃপতনের সমাজের সব কিছু নিজের সুখ সুবিধার কথা ভেবে মানুষ আজ চোখ বন্ধ করে আছে। তাহলে থাক তারই কারণে এই গল্পে বারবার ফিরে আসে আর পরিশেষে পরে থাকে বাসি গনতন্ত্র অনেকটা কাঁটা-চামচ এ লেগে থাকা মাংসের ফাইবারের মতো আর সাধারণ মানুষ নিজেকে বাঁচানোর তাগিদে ভাবে তাহলে থাক ঐ তো গনতন্ত্র।। এত সহজ ভাষায় লেখিকা মনোনীতার ছোট্ট কিন্তু বৃহৎ পরিসরের লেখা সত্যি প্রশংসনীয়।। অনেক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ মনোনীতা তোমাকে।। 🌹 💜 👌
একটি মন্তব্য পোস্ট করুন