কবি ও সমাজ : সৈয়দ সওকাত হোসেন

 সৈয়দ সওকাত হোসেন
কবি ও সমাজ 

কেউ বলে কবি কেউবা অ-কবি
ও দু'টোর কোনোটাই নই আমি
দেখতে পাই না জীবনান্দের শ্যাম-বাংলার রূপ
বুঝতে পারি না নজরুলের প্রেম
রবি ঠাকুরের ভাব
তাই আমি কবি নই মোটেই
কথায় নেয় রোমান্টিক ফিল্মের ডাইলগ
দেবদাস হতে পারিনি
তাই আমি অ-কবিও নয় ...

নিশুতি রাতে অফিস ফেরত মেয়েটি
মেয়েমেয়ে গন্ধে
আঁধার ফুঁড়ে ধেয়ে আসে একদল কালো হাত
তাই আমার ভাবনা ;
শাসানি - বিচ্ছেদের ভয়
তাড়া করে আজীবন, অসহায় সে
তাই আমার ভাবনা ;
গর্ভে রেখে ছিল দশমাশ দশদিন
ছেলের টু-বেডরুম ফ্লাটে জায়গার অভাব
তাই আমার ভাবনা ...

তোমার কালিমাখা চেহারা তোমাকে দেখায়
দেখতে কি তুমি পাওনা
আমি তো কিছুই বলি না
আমি তো সমাজের এক আয়না - নির্জীব ।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.